বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গােপালগঞ্জ-এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীকে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ০৫/০৯/২০১৯ তারিখ রাত ১২:০১টা থেকে ১৫/১০/২০১৯ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত আবেদন করা যাবে।
১। ভর্তি ও আবেদনের যােগ্যতাঃ
(ক) ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের এসএসসি/সমমান এবং ২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি/সমমান এবং 0-লেভেল ও A-লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
(খ) A ও I ইউনিটে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মােট জিপিএ ৭.০০ থাকতে হবে। (তবে এসএসসি/এইচএসসি প্রত্যেকটিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে)। (গ) অন্যান্য ইউনিটের ক্ষেত্রে|
(i) বিজ্ঞান বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
(ii) মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মােট জিপিএ ৬.০ থাকতে হবে। (ঘ) 0-লেভেল ও A লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের O-লেভেলে ৩টি বিষয়ে এবং A-লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেতে হবে। বিদেশী শিক্ষাবাের্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।
Circular Download
২। ভর্তি পরীক্ষায় A, B, C, D, E, F, G,H ওI ইউনিটভুক্ত বিভাগে আসন বণ্টন ও সংশ্লিষ্ট ইউনিটে নম্বর বণ্টন নিচে দেখানাে হলােঃ
*C-ইউনিট (জীববিজ্ঞান) অনুষদভুক্ত মনােবিজ্ঞান বিভাগের জন্য
মানবিক ও বাণিজ্য শাখার ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
(ক) মুক্তিযােদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, পােষ্য কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১% এবং ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটায় ১% করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে (কোটাসমূহ মূল আসনের অতিরিক্ত)।
(খ) ভর্তি পরীক্ষায় মােট নম্বর ৮০ এবং পাশ নম্বর ২৫। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ১০+১০ = ২০ নম্বর থাকবে।
(গ) ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে (আর্কিটেকচারের জন্য ড্রয়িং থাকবে। ড্রয়িং-এর কাগজ ব্যতিত ড্রয়িং-এর উপকরণ নিয়ে আসতে হবে)। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে।
(ঘ) ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১৪ নম্বর পেতে হবে।
৩। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ
৪। আবেদনের নিয়মাবলী (শুধুমাত্র অনলাইনের মাধ্যম :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bsmrstu.edu.bd) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করা হলেই আবেদনকারী তার প্রত্যেক ইউনিটের (যে সকল ইউনিট পছন্দ করবে) জন্য একটি করে Bill Number পাবে। শুধুমাত্র 0-লেভেল, A-লেভেল এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীকে মার্কসীট আপলােড করে Bill Number সংগ্রহ করতে হবে। আবেদন করার নিয়ামাবলী Flow Chart আকারে ওয়েবসাইটে (www.admission.bsmrstu.edu.bd) CT TICI
৫। আবেদন ফি প্রদানের নিয়মাবলিঃ রকেটের (DBBL) যে কোন মােবাইল ব্যাংকিং বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের Biller ID: “372”-এ আবেদন ফি বাবদ প্রতিটি ইউনিটের জন্য ৯০০/= টাকা জমা দিতে হবে। Payment সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীকে “Transaction ID” প্রদান করা হবে, যা প্রবেশপত্র ডাউনলােড করার সময় প্রয়ােজন হবে। আগামী ০৫/০৯/২০১৯ তারিখ রাত ১২:০১টা থেকে ১৫/১০/২০১৯ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। Payment প্রদানের বিস্তারিত Flow Chart আকারে ওয়েবসাইটে পাওয়া যাবে।
৬। প্রবেশপত্র ডাউনলােড করার পদ্ধতিঃ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bsmrstu.edu.bd) গিয়ে আবেদনকারী যে সকল ইউনিটে Payment করেছে সে সকল ইউনিটের জন্য প্রাপ্ত “Transaction ID” দিয়ে Payment Verify করতে হবে। এরপর আবেদনকারীকে তার সদ্যতােলা পাসপাের্ট সাইজের ছবি আপলােড করে, আগামী ০৫/০৯/২০১৯ তারিখ রাত ১২:০১ টা থেকে ২০/১০/২০১৯ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত ইউনিটভিত্তিক প্রবেশপত্র ডাউনলােড করতে পারবে। এরপর A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে স্বাক্ষরের স্থানে স্বাক্ষর করে ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে।
৭। কোটায় ছাত্রছাত্রী ভর্তি সম্পর্কিত তথ্যাবলীঃ মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনী কোটা (FF),অত্র বিশ্ববিদ্যালয়ে চাকুরীরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ওয়ার্ড কোটা (WD), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটা (TR), শারীরিক প্রতিবন্ধী কোটা (PC) এবং সাংস্কৃতিক/খেলাধুলা কোটা (CS) উত্তরপত্রে উল্লেখ করতে হবে। নিম্নলিখিত কাগজপত্র সমূহ প্রযােজ্য ক্ষেত্রে থাকতে হবে:
i. মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে পিতা-মাতা/দাদা-দাদী/নানা-নানীর অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযােদ্ধার সনদপত্র।
ii. ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটার প্রার্থীদেরকে স্ব-স্ব জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দা ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী সম্পর্কিত মূল প্রত্যয়নপত্র ।
iii. শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র।
iv. পােষ্য ও সাংস্কৃতিক/খেলাধুলা কোটার ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র দাখিল করতে হবে।
লক্ষণীয় বিষয় :
১. ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীকে ডাউনলােডকৃত প্রবেশপত্রের Printed Copy আনতে হবে।
২. পরীক্ষায় Fx-100 (MS, S, V, W, Z, C, D), Fx-570 (MS, S, W, Z), Fx-991(MS, W, S, H, Z) মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৩. মােবাইল ফোন বা কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
৪. আবেদনপত্র, ছবি ও অন্যান্য ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৫. GCE সনদধারীদের পরীক্ষার হলে মূল ট্রান্সক্রিপ্ট ও তার ফটোকপি আনতে হবে।
৬. বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে স্বর্ণ/রৌপ্য/ব্রোঞ্জ পদক প্রাপ্তরা পাশ নম্বর পেলেই ভর্তি হতে পারবে।
৭. বর্তমানে আবাসিক হলসমূহে আসন খালি না থাকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেয়া যাবে না।
৮. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়ােজনে ভর্তি সংক্রান্ত যে কোন আইন সংশােধন, সংযােজন বা পরিবর্তন করতে পারবে।
No comments:
Post a Comment