Breaking

Saturday, August 24, 2019

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ http://admission.jnu.ac.bd (Jnu admission)

ভর্তি বিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ ২০১৯-২০২০

jnu admission

















জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৪(চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম
বর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত যােগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) আবেদন আহ্বান করছে। আবেদনের যােগ্যতা: যে সকল শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।


jnu admission











আবেদনের বিভিন্ন সময়সূচি:

jnu admission








* bKash ও Rocket এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১%, SureCash এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% তবে ৪ টাকার কম ও ৩০ টাকার বেশি নয়। Teletalk এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ৮% প্রযােজ্য। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ইংলিশ মিডিয়াম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ০১/০৮/২০১৯ | থেকে ২৩/০৮/২০১৯ তারিখ পর্যন্ত (অফিস চলাকালীন সময়- সকাল ০৮.০০ টা থেকে বিকাল ০৪.০০টা পর্যন্ত) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব। রেজিস্ট্রার-এর অফিসে যােগাযােগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবেদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন : 

ইউনিট-১, ২, ৩ এ মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইকৃত পচিশ হাজার ছাত্রছাত্রীর লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় ৭২ নম্বর, এসএসসি থেকে ১২ নম্বর, এইচএসসি থেকে ১৬ নম্বর, মােট ১০০ নম্বর। ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন থাকবে ৬টি, প্রতিটি প্রশ্নের নম্বর ৪ করে প্রতি বিষয়ে মােট ৬x৪ = ২৪ নম্বর থাকবে এবং তিনটি বিষয়ে সর্বমােট নম্বর হবে ২৪x৩ = ৭২

সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে সম্মিলিত লিখিত পরীক্ষা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক | নেয়া হবে। পরীক্ষার ধরন বিভাগ নির্ধারণ করবে। সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ -এ ৪টি বিভাগে নম্বর বণ্টন হবে নিম্নরূপ: এসএসসি থেকে ২০ নম্বর, এইচএসসি থেকে ৩০ নম্বর, ব্যবহারিক এবং মৌখিক ৫০ নম্বর মােট ১০০ নম্বর।



ভর্তি পরীক্ষার সময়সূচি :




ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাবে। 

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পাদনের জন্য ভর্তি বিজ্ঞপ্তিটি অত্যন্ত মনােযােগ সহকারে পড়া অত্যাবশ্যক।


Circular Download


আবেদন পদ্ধতি:

ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা ও ইউনিট-৩ বাণিজ্য শাখাতে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info ওয়েবসাইটে login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ডের নাম, পাসের সন এবং নিজস্ব মােবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলাে সঠিকভাবে Input দেয়ার পর Submit button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যােগ্য বিবেচিত হলে আবেদনকারীকে একটি Application ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে। উক্ত Application ID Number দিয়ে bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে ১০০/- (একশত) টাকা + সার্ভিস চার্জ জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে।


প্রাথমিক বাছাই (ইউনিট-১, ২ ও ৩):



 আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (ইউনিট-১,২ ও ৩) আবেদনকারীদের মধ্য থেকে মেধারভিত্তিতে ২৫০০০ (পঁচিশ হাজার) প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে। পঁচিশ হাজার ভর্তিচ্ছু ছাত্রছাত্রী বাছাই করার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে যােগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট নম্বর প্রাপ্ত ২৫০০০ (পঁচিশ হাজার) প্রার্থী একাধিক হয় তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যােগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত পঁচিশ হাজার পরীক্ষার্থীর নাম ও রােল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে। আরাে উল্লেখ্য যে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের পঁচিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবে। এই শর্ত পােষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযােজ্য হবে।



  • সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদন পদ্ধতি : 



সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info ওয়েবসাইটে login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ডের নাম, পাসের সন এবং নিজস্ব মােবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলাে সঠিকভাবে Input দেয়ার পর Submit button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যােগ্য  বিবেচিত হলে আবেদনকারীকে একটি Application ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে। একজন আবেদনকারী নিজেকে ব্যবহারিক পরীক্ষার জন্য যােগ্য মনে করলে সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন-এই ৪টি বিভাগেই আলাদাভাবে আবেদন করতে পারবে। প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং মৌখিক) অংশগ্রহণ করার জন্য (যােগ্য আবেদনকারীকে) ভর্তি পরীক্ষা ফি বাবদ bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিতে হবে। প্রাথমিকভাবে মেধারভিত্তিতে বাছাইকৃত পঁচিশ হাজার আবেদনকারীর করণীয় : ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা + সার্ভিস চার্জ জমা দিতে হবে যা ২৩ আগস্ট ২০১৯ তারিখ বেলা ১২.০০ টা থেকে ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত জমা দেয়া যাবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রােল নম্বর এবং JnU Admission System থেকে প্রদানকৃত Application ID Number ব্যবহার করে JnU Admission ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info) login করতে হবে । login করার পরে আবেদনকারীর পাসপাের্ট সাইজের রঙিন ছবি (যার Background সাদা ৩০০x৩০০ পিক্সেল (Pixel) সর্বোচ্চ ১৫০ kb সাইজ, JPG ফরম্যাট) এবং স্বাক্ষর ৩০০x৮০পিক্সেল (Pixel) Upload করতে হবে। আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলাে বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু ছাত্রছাত্রীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে। কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য Upload করতে হবে, যেমন: মুক্তিযােদ্ধার সন্তান কোটা (FFQ)/ মুক্তিযােদ্ধার নাতি-নাতনি কোটা (FFG)/ পােষ্য(ওয়ার্ড) কোটা (WQ)/ উপজাতি কোটা (TQ)/ শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ)/ খেলােয়াড় কোটা (BKSP) উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা করা হবে না। পূরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button-এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি 

যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button-এ Click করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষক-কে প্রদর্শন করতে হবে।। 



ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি :



JnU Admission System থেকে প্রদানকৃত Application ID Number ব্যবহার করে bKash অথবা SureCash অথবা Rocket মােবাইল ব্যাংকিং- অথবা Teletalk এর যে কোন একটি মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি :
jnu admission
jnu admission
jnu admission
jnu admission

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীর করণীয় : 


(ক) সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, আবেদনের সময় প্রদত্ত মােবাইল
নম্বরে SMS, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পরীক্ষা শুরুর দুইদিন পূর্বে জানানাে হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা
দিতে হবে।
(খ Admit Card ছাড়া কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীকে Admit Card টি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে
দায়িত্বরত প্রত্যবেক্ষক (Invigilator) এর নিকট উপস্থাপন করতে হবে এবং তাতে প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে। প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরকৃত Admit Card টি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে ভর্তির সময় প্রত্যবেক্ষক
(Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card টি প্রয়ােজন হবে।

(গ) Admit Card-এর ছবির সাথে শিক্ষার্থীর মিল না থাকলে তার ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

(ঘ) পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। এ ধরনের কোন সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ পরীক্ষা বাতিল করা হবে।

১০। বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটে আসনসংখ্যা এবং ভর্তির শর্তাবলি :

jnu admission
jnu admission
jnu admission


১১। স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন (Auto-migration) : ভর্তির জন্য নির্বাচিত হয়ে কোন বিভাগে ভর্তি হলে পরে বিধি মােতাবেক ছাত্রছাত্রীর দেয়া বিষয় পছন্দক্রমের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে বিভাগ পরিবর্তন (Auto-migration) হয়ে থাকে। তবে কোন ছাত্রছাত্রী ইচ্ছে করলে স্বয়ংক্রিয় (Auto-migration) প্রক্রিয়া থেকে অব্যাহতি নিতে পারবে। সেক্ষেত্রে তাকে তার জন্য নির্বাচিত বিভাগে ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তাকে এই মর্মে লিখিত আবেদন করতে হবে যে সে স্বয়ংক্রিয় (Auto-migration) বিভাগ পরিবর্তন থেকে অব্যাহতি চায় অর্থাৎ যে বিভাগে সে ভর্তি হয়েছে সেই বিভাগেই থাকতে ইচ্ছুক। উল্লেখ্য নির্বাচিত বিভাগে ভর্তি হয়ে ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের (Auto-migration) প্রক্রিয়া থেকে অব্যাহতি চাইতে হবে। তা না করলে যথারীতি বিধি মােতাবেক সংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হবে এবং শিক্ষার্থীকে তা অবশ্যই মেনে নিতে হবে।
১২। মেধা তালিকা প্রস্তুতকরণ : ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা ও ছাত্রছাত্রীদের দেয়া বিষয় পছন্দক্রমের সমন্বয়ে তৈরি চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে বিভাগভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


১৩। ভর্তির সময় শিক্ষার্থীর প্রয়ােজনীয় কাগজপত্র :


ভর্তির সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্রগুলাে মনােনয়ন প্রাপ্ত বিভাগে জমা দিতে হবেi. পরীক্ষার হলে প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card |

 ii. সম্প্রতি তােলা চার কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি
 iii. Online হতে প্রিন্টকৃত ভর্তি ফরম
১৪(ক) কোটায় ভর্তি : মুক্তিযােদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের সন্তান/স্বামী/স্ত্রী পােষ্য (WARD) কোটায় আবেদন করতে পারবে। কোটার আওতায় ভর্তির জন্য আবেদন করলে, পােষ্য (WARD) কোটার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদত্ত প্রত্যয়নপত্র, মুক্তিযােদ্ধার সন্তান কোটার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদ, নাতি-নাতনি প্রমাণের জন্য পিতামহ/মাতামহের এসএসসি পাসের সনদ এবং তাদের জাতীয় পরিচয়পত্র, উপজাতি বা ক্ষুদ্র নৃগােষ্ঠী কোটার ক্ষেত্রে স্ব স্ব উপজাতি প্রধান এবং জেলা প্রশাসক প্রদত্ত সনদ, প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগ/কর্তৃপক্ষ থেকে নিবন্ধন/প্রমাণপত্র অবশ্যই জমা দিতে হবে। খেলােয়াড় কোটায় শুধুমাত্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ভর্তির ক্ষেত্রে ভর্তির ন্যূনতম যোেগ্যতাসহ নানা শারজিল পরা করতে যান এর গামিক সাইকেল তালিকাভুক্ত হতে হবে। 

কোটায় ভর্তির হার নিম্নরূপ :

(খ) (i) মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার নাতি-নাতনি : ৫% (প্রথমে মুক্তিযােদ্ধার সন্তান ভর্তি হন মেলা ও
মুক্তিযােদ্ধার নাতি-নাতনি সুযােগ পাবে)
 (i) উপজাতি | প্রতিবন্ধী :১% (iii) পােষ্য (WARD)
: প্রতি বিভাগে ২ জনের অধিক নয়। (iv) খেলােয়াড়
: সর্বোচ্চ ১০ জন, তবে কোন বিভাগে ০১(এক) জনের অধিক নয়। (v) বিদেশী কোটা
: বিদেশী শিক্ষার্থী ভর্তি করা হবে। (vi) কোটার সপক্ষে প্রয়ােজনীয় কাগজপত্র ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ০৭(সাত) দিনের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব
রেজিস্ট্রার-এর অফিসে জমা দিতে হবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে কোটায় অন্তর্ভুক্তির জন্য কোন আবেদন বিবেচনা করা হবে না।

১৫। বিবিধ :
(ক) ভর্তি প্রক্রিয়ার যে কোন স্তরে অনিয়ম/অযােগ্যতা/দুর্নীতি ধরা পড়লে ভর্তি বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। (খ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোন অভিযােগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। (গ) ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির যে কোন ধারা ও উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংশােধন ও সংযােজনের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে। (ঘ) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৬। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জগনাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.iu.ac.bd অথবা http://admissionimu.info) -এ পাওয়া যাবে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages