Breaking

Saturday, August 31, 2019

আর্মড ফোর্সেস মেডিক্যাল ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ | ARMED FORCES MEDICAL COLLEGE ADMISSION 2019-20 | www.afmc.edu.bd

ARMED FORCES MEDICAL COLLEGE  ADMISSION 2019-20
ARMED FORCES MEDICAL COLLEGE  ADMISSION 2019-20


আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (২২ তম ব্যাচ) ও ৫টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে (৬ষ্ঠ ব্যাচ) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 

১। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC) এর দুইটি ক্যাটাগরী, এএমসি (আর্মি মেডিক্যাল কোর ক্যাডেট ও এ এফ এমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ) টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে অভিন্ন প্রক্রিয়ায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। কলেজসমূহের বিস্তারিত তথ্য http://afimc.teletalk.com.bdwww.afimc.edu.bd ওয়েব সাইটে প্রকাশিত প্রসপেক্টাসে দেওয়া আছে।


ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে গ্রহণ শুরুর তারিখ ও সময়ঃ 
২৯ আগস্ট ২০১৯ তারিখ ১০.০০ ঘটিকা।
ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শেষের তারিখ ও সময় ঃ
 ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৪.০০ ঘটিকা।

আবেদনপত্র ফিঃ ১,০০০/- (এক হাজার টাকা) অফেরতযােগ্য।

লিখিত ভর্তি পরীক্ষা
ঃ ১১ অক্টোবর ২০১৯ তারিখ শুক্রবার সকাল ১০০০ ঘটিকায়।
কলেজসমূহে ভর্তির জন্য নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ

 ক। শিক্ষাগত যােগ্যতাঃ

(১) এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৬/২০১৭ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৮/২০১৯ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে মােট জিপিএ ১০,০০ প্রাপ্ত হতে হবে। 

(২) এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৬/২০১৭ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৮/২০১৯ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মােট জিপিএ ৯,০০ থাকতে হবে। শুধুমাত্র উপজাতীয় কোটাভুক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যােগফল ন্যুনতম ৮.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযােগ্য হবে
না।

(৩) সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে। ২০১৬ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না।

ওজন 

 শারীরিক যােগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই নিলিখিত শারীরিক যােগ্যতা সম্পন্ন হতে হবেঃ

 (১) এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ পুরুষ


মহিলা উচ্চতা (ন্যূনতম)  ঃ ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি)

১.৫৭ মিঃ (৫ ফুট ২ ইঞ্চি) ও সশস্ত্র বাহিনীতে প্রচলিত এতদ্‌সংক্রান্ত চার্ট অনুসরণ করা হবে। (ন্যূনতম)। ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড)।
৪০.৯০ কেজি (৯০ পাউন্ড) বুকের মাপ (ন্যূনতম) ও স্বাভাবিক-৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্বাভাবিক-৭১ সেঃ মিঃ (২৮ ইঞ্চি)
সম্প্রসারিত - ৮১ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) সম্প্রসারিত -৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) দৃষ্টি শক্তি ৪ ঃ ৬/৬ {°1.5 D (spherical); ৬/৬ {° 1.5 D (spherical); ° 1.0 D (cylindrical)}
°1.0 D (cylindrical)} Colour Blindness গ্রহণযােগ্য হবে না। শ্রবণ শক্তি ও গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে (২) এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ

মেডিক্যাল বাের্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য হতে হবে।

গ। ভর্তির শর্তাবলীঃ (১) এএফএমসি-এর এএমসি ক্যাডেটঃ

(ক) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

(খ) ০১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসরের মধ্যে হতে হবে।

(গ) লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যােগ্য প্রার্থীদেরকে মেধা অনুযায়ী আইএসএসবি'র সম্মুখীন হতে হবে।

(ঘ) আইএসএসবি উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক যােগ্যতা নিরুপণ পূর্বক মেধা ও কোটার ভিত্তিতে এএমসি ক্যাডেট হিসেবে কলেজে ভর্তি করা হবে।
৪ এর ১

(ঙ) ভর্তি ফি ও টিউশন ফি মওকুফ থাকবে। তবে তাদের শন মানি (ফেরতযােগ্য), আউটফিট, মেসিং, লন্ড্রি চার্জ, লাইব্রেরী ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস এন্ড স্পাের্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে।

(চ) এমবিবিএস কোর্স এবং ইন্টার্ণশীপ প্রশিক্ষণ সমাপনের পর সেনাবাহিনীর প্রয়োজন সাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ার কার্যাদি সম্পাদনের পর আমি মেডিক্যাল কোরে যােগদান করতে বাধ্য থাকবে।

 (ছ) ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং এমবিবিএস কোর্স ও ইন্টার্ণশীপ সমাপনের পর সেনাবাহিনীর প্রয়ােজন সাপেক্ষে আমি মেডিক্যাল কোরে যােগদান করতে অনিচ্ছুক হলে তাকে নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে
এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ

(ক) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

(খ) ০১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ২০ বৎসরের মধ্যে হতে হবে।

 (গ) লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যােগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরুপণ ও সকল মূল নথি-পত্র নিরীক্ষণ পূর্বক ক্যাডেট হিসাবে নির্বাচন করা

(ঘ) নির্বাচিত প্রার্থীদেরকে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং আর্মি মেডিক্যাল কলেজসমূহের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি, কশন মানি (ফেরতযােগ্য), আউটফিট, মেসিং, লন্ড্রি চার্জ, লাইব্রেরী ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস এন্ড স্পাের্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে (প্রসপেক্টাসে বিস্তারিত উল্লেখিত)।

 (ঙ) ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং এমবিবিএস কোর্সে অধ্যয়নকালীন ও ইস্টার্ণশীপ প্রশিক্ষণকালীন কেউ কলেজ হতে স্বেচ্ছায়
অথবা বঞ্চিত হলে তাকে চুক্তি মােতাবেক নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আবেদনের পদ্ধতি। ক। ভর্তির আবেদনপত্র অনলাইনে ২৯ আগস্ট ২০১৯ (১০০০ ঘটিকা) হতে ১৯ সেপ্টেম্বর ২০১৯ (১৪০০ ঘটিকা) তারিখ পর্যন্ত পাওয়া যাবে। আবেদনপত্র প্রাপ্তির ওয়েব ঠিকানা http://afmc.teletalk.com.bd 

ফর্ম পূরণের প্রক্রিয়াঃ


(১) ইন্টারনেটে ওয়েব ঠিকানায় প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) এর জন্য ও জিসিই (ও/এ/উভয় লেভেল) এর জন্য আলাদা পথ নির্দেশ করা আছে।

 (২) জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রােল নম্বর, রেজিস্ট্রেশন নং বাের্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার &ীনে আসবে। জিসিই ও/এ লেভেল-এ পাশ করা প্রার্থীগণকে Director, Medical Education, DGHS এর কাছ থেকে Equivalent Certificate ও Code সংগ্রহ করতে হবে এবং নিজ মােবাইল নম্বর ও কোড নং, টাইপ

ARMED FORCES MEDICAL COLLEGE  ADMISSION 2019-20

কেন্দ্র নির্বাচন ও ফি প্রদান প্রক্রিয়া :

 (১) পরীক্ষা ফি ১,০০০/- (এক হাজার মাত্র) টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

অন্যান্য

সকল কাজ অন্য যে কোন মােবাইল থেকে করা যাবে ।

(২) পরীক্ষা ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটকের Prepaid মােবাইল ফোনের Message অপশনে গিয়ে AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ? AFMC<Space>ABCDEF (এখানে ABCDEF ফরম পূরণ করার পর পাওয়া User ID)। ফিরতি SMS-এ একটি PIN প্রার্থীকে জানানাে হবে এবং ফিস হিসাবে ১০০০/= কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নলিখিত ভাবে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবেঃ
Message অপশনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরনঃ AFMC<Space>YES<Space>PIN<Space>11,12 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

 এখানে ১১ ও ১২ যথাক্রমে ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস পরীক্ষা কেন্দ্র।

এই SMS পাবার পর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।

 বিশেষ তথ্য ও

ক। টাকা সঠিক ভাবে জমা হলে ফর্মে দেওয়া মােবাইল নম্বরে SMS-এ অবগত করা হবে। টাকা পাঠানাের শেষ সময় ২১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত।

খ। সকল বৈধ আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করা হবে। তবে আবেদন গ্রহণের ঘােষিত শেষ দিনের পূর্বে যে কোন কেন্দ্রের সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে সেই কেন্দ্রের আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।

গ। লিখিত ভর্তি পরীক্ষার জন্য যােগ্য প্রার্থীগণ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ০১ অক্টোবর ২০১৯ তারিখ ১০০০ ঘটিকা হতে ১১ অক্টোবর ২০১৯ তারিখ ০৯৩০ ঘটিকা পর্যন্ত একই ওয়েব সাইট (http://afmc.teletalk.com.bd) হতে প্রবেশ পত্র ডাউনলােড করতে পারবেন। যেখানে প্রার্থীর রােল নং, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও প্রশ্নের মাধ্যম (বাংলা/ইংরেজি) উল্লেখ থাকবে। প্রবেশপত্রটি পরবর্তীতে প্রার্থীর পরিচয় পত্র হিসেবে গ্রহণযােগ্য হবে। প্রবেশপত্র হারানাে গেলে পূনরায় তা একই ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার হলে অবশ্যই প্রবেশপত্র নিয়ে আসতে হবে। ঘ। আবেদনপত্র পূরণে কোন ভূল হলে প্রার্থী পূণরায় আবেদনপত্র পূরণ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীকে পূণরায় আবেদপত্র ফি প্রদান করতে হবে (ইতিমধ্যে ফি জমা দিয়ে থাকলে) এবং পূর্বের আবেদনপত্রটি বাতিলের জন্য কমান্ড্যান্ট, এএফএমসি বরাবর আবেদন করতে হবে (ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে)।

 ৬। ও' এবং ‘এ' লেভেল উত্তীর্ণ প্রার্থীদের নিজ দায়িত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। কর্তৃক প্রদত্ত সমতা নির্ধারনী সনদপত্র অনুযায়ী GPA পূরণ করতে হবে। পরবর্তীতে নির্দেশমত সনদটির মূল কপি প্রদর্শন করতে হবে।

৪।
চ। কলেজসমূহের প্রসপেক্টাস, FAQ ও বিজ্ঞপ্তি ইত্যাদি তথ্য ওয়েব ঠিকানায় http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd-এ পিডিএফ হিসেবে দেওয়া আছে। আবেদনপত্র গ্রহণকালীন সময় ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, ঢাকা সেনানিবাসে অফিস চলাকালীন সময় (রবিবার হতে বৃহস্পতিবার, সরকারী ছুটির দিন ব্যতীত, সকাল ০৯০০ ঘটিকা ১৪০০ ঘটিকা পর্যন্ত) একটি তথ্য কেন্দ্র খােলা থাকবে এবং ০১৮৮১৭৭৬৭৭৬ মােবাইল নম্বর ও ই-মেইল (afmc.amc.admission@gmail.com)-এর মাধ্যমে এ সংক্রান্ত যােগাযােগ করা যাবে। লিখিত পরীক্ষা ক। ভর্তির লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মােট ৬টি সেনানিবাসে আগামী ১১ অক্টোবর ২০১৯ তারিখ শুক্রবার ১০০০ হতে ১১০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীকে প্রবেশ পত্রে উল্লেখিত সেনানিবাসে নির্দিষ্ট কেন্দ্রে (যা তিনি আবেদনের সময় পছন্দ করেছেন) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। খ। লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিদ্যা = ৩০, রসায়নবিদ্যা = ৩০, জীববিদ্যা = ৩০, ইংরেজী = ০৫, সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) = ০৫ (সিলেবাস । এইচএসসি/সমমান)। গ। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রার্থী মূল্যায়ন পদ্ধতি ক। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে ।


এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ) | এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ)। মােট ৩০০ নম্বর MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা
= ১০০ নম্বর।

খ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট (Aggregated) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারী মেডিক্যাল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে
মেধা তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

৬। লিখিত পরীক্ষার ফলাফলঃ ১৭ অক্টোবর ২০১৯ তারিখ এএফএমসি এর এবং ০১ নভেম্বর ২০১৯ তারিখ সকল আর্মি মেডিক্যাল কলেজসমূহের ফলাফল অত্র ওয়েব সাইট http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd, কলেজসমূহের নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে এবং ফর্মে দেওয়া প্রার্থীর মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অবগত করা হবে।

৭। আইএসএসবি (শুধুমাত্র এএফএমসি-এর এএমসি ক্যাডেট প্রার্থীগণের জন্য)ঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণদের নির্দিষ্ট দিনে আইএসএসবি-এর সম্মুখীন হতে হবে।

৮। ভর্তি পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে এবং উত্তরপত্র OMR/OCR মেশিনে মূল্যায়ন করা হবে ।

৯। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ARMED FORCES MEDICAL COLLEGE  ADMISSION 2019-20

ARMED FORCES MEDICAL COLLEGE  ADMISSION 2019-20

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages