Breaking

Sunday, September 1, 2019

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ: ২০১৯-২০ | BU ADMISSION 2019-20 | http://admission.eis.bu.ac.bd |


Barishal University admission 2019-20

 বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) কোর্সের ১ম বর্ষে ভর্তির জন্য যােগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আহ্বান করা যাচ্ছে।

                                              গুরুত্বপূর্ণ তারিখ সমূহ


Barishal University admission 2019-20

 আবেদন ফি: নিজস্ব ইউনিটের জন্য সকল সার্ভিস চার্জসহ ৬০০/-(ছয়শত) টাকা; নিজস্ব ইউনিটসহ অন্য ইউনিটের (ইউনিট পরিবর্তন/শাখা পরিবর্তন) জন্য। সকল সার্ভিস চার্জসহ ১,১০০/-(এক হাজার একশত) টাকা।

আবেদন গ্রহণের তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১৯ দুপুর ১২:০০ টা থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৯ রাত ১২:০০ টা পর্যন্ত। তবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

                        Circular Download


                        ক ইউনিট 


                        খ ইউনিট 


                     
  গ ইউনিট 

 ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:


Barishal University admission 2019-20


বি. দ্র. যথারীতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইউনিট পরিবর্তন (প্রচলিত ‘ঘ’ ইউনিট)-এর জন্য আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তবে স্ব-স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান সাপেক্ষে অন্য ইউনিটের বিভাগসমূহে ভর্তির সুযােগ থাকবে।
ভর্তি পরীক্ষার স্থান, সময় ও আসন বিন্যাস (Seat Plan) যথাসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.bu.ac.bd )-এ Login করে অথবা প্রবেশপত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী SMS এর মাধ্যমে জানা যাবে। ভর্তির সাধারণ যােগ্যতা: যারা ২০১৬ সালে বা পরবর্তীতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ অথবা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের নিম্নবর্ণিত যােগ্যতা রয়েছে ও যারা ভর্তি নির্দেশিকায় উল্লিখিত অন্যান্য শর্ত পূরণ করে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য বলে বিবেচিত হবে। অনলাইনে ভর্তির জন্য আবেদন করার যাবতীয় নির্দেশনা ও ভর্তি সংক্রান্ত নিয়মকানুনের নির্দেশিকা (প্রসপেক্টাস) http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইটসমূহে পাওয়া যাবে। অনলাইনে ভর্তির জন্য আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট নিয়মাবলী উপরােক্ত যে কোন ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। 

ভর্তির জন্য ইউনিটভিত্তিক প্রয়ােজনীয় তথ্যাদি :


Barishal University admission 2019-20

উল্লেখ্য যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীন ‘ডিপ্লোমা-ইন-কমার্স ও এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট)' ব্যবসায় শিক্ষা শাখার উচ্চ মাধ্যমিকের সমমান বলে বিবেচিত হবে, এইচএসসি (ভকেশনাল) বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিকের সমমান বলে বিবেচিত হবে এবং মাদ্রাসা শিক্ষাবাের্ডের ‘আলিম (সাধারণ শাখা)’ মানবিক শাখার উচ্চ মাধ্যমিকের সমমান বলে বিবেচিত হবে। 

নিম্নে ভর্তি পরীক্ষার বিষয়সমূহের নম্বর বন্টন দেখানাে হল:


Barishal University admission 2019-20

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ০১ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০:০০টা হতে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবে। প্রবেশপত্র ডাউনলােডের শেষ সময় ‘খ’ ইউনিট ১৮ অক্টোবর ২০১৯ সকাল ৯.০০ টা পর্যন্ত ; ‘গ’ ইউনিট ১৮ অক্টোবর ২০১৯ অপরাহ্ন ২.০০ টা পর্যন্ত এবং ‘ক’ ইউনিট ১৯ অক্টোবর ২০১৯ সকাল ১০.০০ টা পর্যন্ত।


> ভর্তির অন্যান্য যােগ্যতা, বিশেষ যােগ্যতা, কোটায় ভর্তি সম্পর্কিত তথ্যাদিসহ ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা
থেকে জানা যাবে।

 > সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালীন সময়ের মধ্যে হেল্পলাইনে যােগাযােগ করা যাবে। * হেল্পলাইনের নম্বরসমূহ- ‘ক’ ইউনিট: 01877-717375 ; ‘খ’ ইউনিট: 01877-717376; ‘গ’ ইউনিট: 01877-717377; সকল ইউনিট: 02-9669934

 > ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নিয়মাবলী ভর্তি প্রার্থীদেরকে অনুসরণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি/ভর্তি নির্দেশিকায় উল্লেখ নেই, ভর্তি সংক্রান্ত এমন কোনাে তথ্য ১ জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে/উপরে উল্লিখিত হেল্পলাইনে যােগাযােগ করতে হবে।

 > ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির যে কোন ধারা ও উপধারার পরিবর্তন, সংশােধন, সংযােজন ও পুনঃসংযােজনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২০১৯-২০ অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়


ক) আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট
(http://admission.eis.bu.ac.bd)-এর মাধ্যমে করতে হবে। এই সাইটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখা যাবে। যেকোনাে ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ওয়েবসাইটে ভালাে করে পড়ে নিতে হবে। এছাড়াও প্রতি পেইজের উপরে হলুদ বক্সের নির্দেশাবলী পড়ে নিতে হবে।

 খ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ০১ সেপ্টেম্বর ২০১৯ দুপুর ১২:০০ টা থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৯ রাত
১২:০০ টা পর্যন্ত করা যাবে। তবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। 

গ) যে কোনাে ইউনিটে ভর্তির আবেদন করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভতির ওয়েবসাইট এ আবেদন/লগইন'  বাটনে ক্লিক করতে হবে।

 ঘ) আবেদন/লগইন' বাটনে ক্লিক করার পর ‘আবেদন/লগইন’ এর তথ্যের পেইজে আবেদনকারীর উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেইজে আবেদনকারীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী এবং আবেদনকারীর আবেদনযােগ্য ইউনিট দেখা গেলে ‘নিশ্চিত করছি বাটন-এ ক্লিক করতে হবে। ‘নিশ্চিত করছি' বাটন-এ ক্লিক করার পরে যে পেইজটি পাওয়া যাবে উক্ত পেইজে ছবি এবং অন্যান্য তথ্যাবলী দেয়া হলে পরবর্তী পেইজে সেগুলাে নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোন মােবাইল অপারেটরের ফোন নম্বর থেকে একটি এসএমএস ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। এসএমএস-টির ফরম্যাট আবেদনকারী সেই পেইজে দেখতে পাবে। এসএমএস-টি পাঠানাে হলে ফিরতি এসএমএস-এ আবেদনকারী ৭ (সাত) অক্ষরের একটি কনফার্মেশন কোড পাবে। এই কনফার্মেশন কোডটি পেইজের নির্ধারিত স্থানে দেয়ার পর ‘নিশ্চিত করছি’ বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য এই পেইজে কোটা সংক্রান্ত অপশনেও টিক দিতে হবে।

চ) সঠিক কনফার্মেশন কোড দেয়া হলে আবেদনের মূলপাতা (সকল ইউনিটের জন্য প্রযােজ্য) দেখা যাবে। এই পেইজের মাধ্যমে আবেদনকারী যে ইউনিটে আবেদন করার যােগ্যতা রাখেন সে ইউনিটে আবেদন করে টাকা জমার রসিদ সংগ্রহ করতে পারবে। এই পাতায় উল্লিখিত ইউনিটসমূহের যেকোনােটিতে আবেদন করার জন্য ইউনিটের পাশের ‘আবেদন' বাটনে ক্লিক করতে হবে। আবেদন’ বাটনে ক্লিক করার পর উক্ত ইউনিটের ‘আবেদন বাটনটির স্থানে একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে এবং সেই ইউনিটের টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) ডাউনলােডের লিঙ্ক পাওয়া যাবে। 

ছ) আবেদনকারী স্ব-ইউনিটসহ শাখা পরিবর্তন ইউনিটে আবেদন করতে ইচ্ছুক হলে এখানেই স্ব-ইউনিটে এবং শাখা পরিবর্তন’ ইউনিটের বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এছাড়া পরবর্তীতে এই পেইজ থেকে আবেদনকারী তার আবেদনকৃত ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এবং ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফল ইত্যাদি জানতে পারবে।

জ) উপরিউক্ত পেইজ থেকে যে ইউনিটের টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) সংগ্রহ করতে ইচ্ছুক সেই ইউনিটের টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) ডাউনলােডের লিঙ্কে ক্লিক করে রসিদটি ডাউনলােড করে প্রিন্ট করে নিতে হবে। শাখা পরিবর্তন (ইউনিট পরিবর্তন) এর ক্ষেত্রে পৃথকভাবে আরাে একটি টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) ডাউনলােড করে প্রিন্ট করে নিতে হবে। প্রতিটি টাকা জমার রসিদের দুইটি অংশ থাকবে; উপরেরটি আবেদনকারীর অংশ এবং নিচেরটি ব্যাংকের অংশ। সতর্কীকরণ: টাকা জমার আবেদনকারীর অংশটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নয়। পরীক্ষার প্রবেশপত্রের বিকল্প হিসেবে টাকা জমার রসিদের অংশটুকু ব্যবহার করা যাবে না।

ঝ) টাকা জমার রসিদের তথ্যসমূহ ও আবেদনকারীর ছবি সঠিক আছে কিনা তা আবেদনকারীকে যাচাই করে নিতে হবে। এরপর টাকা জমার রসিদের দুইটি অংশেই নির্ধারিত স্থানে আবেদনকারী স্বাক্ষর করে ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে রসিদে উল্লিখিত পরিমাণ টাকা (ভর্তি পরীক্ষার ফি, অনলাইন সার্ভিস ফি ও ব্যাংক চার্জ) দেশের ৪ টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (জনতা, সােনালী, অগ্রণী ও রূপালী)-এর যে-কোন শাখায় গিয়ে ব্যাংক চলাকালীন সময়ে জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমার প্রমাণ স্বরূপ টাকা জমার রসিদের আবেদনকারীর অংশ কেটে
আবেদনকারীকে ফেরত দিবে। 

ঞ) কোনাে ইউনিটের জন্য আবেদনকারীর ব্যাংকে টাকা জমা দেওয়ার তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনলাইন সিস্টেমে পৌছালে তার সংশ্লিষ্ট ইউনিটের ‘পেমেন্ট কলামে একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে। ব্যাংকে টাকা জমা দেয়া হলে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলােড করতে পারবে না এবং সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ০১ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০:০০টা হতে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবে। প্রবেশপত্র ডাউনলােডের শেষ সময় ‘খ’ ইউনিট ১৮ অক্টোবর ২০১৯ সকাল ৯.০০ টা পর্যন্ত ; ‘গ’ ইউনিট ১৮ অক্টোবর ২০১৯ অপরাহ্ন ২.০০ টা পর্যন্ত এবং ‘ক’ ইউনিট ১৯ অক্টোবর ২০১৯ সকাল ১০.০০ টা পর্যন্ত।

সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালীন সময়ের মধ্যে হেল্পলাইনে যােগাযােগ করা । যাবে। হেল্পলাইনের নম্বরসমূহ- ‘ক’ ইউনিট: 01877-717375; ‘খ’ ইউনিট: 01877-717376; ‘গ’ ইউনিট: 01877-717377; সকল ইউনিট: 02-9669934

                                  
                                                       

APPLY HERE



Barishal University admission 2019-20

Barishal University admission 2019-20

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages