Breaking

Monday, September 2, 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ | Ju Admission 2019-20 | Ju-admission.org |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ 

ju admission 2019-20


২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীর কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদন ju-admission.org ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং Rocket tod) অথবা বিকাশ (bKash) -এর মাধ্যমে গ্রহণ করা হবে।

ভর্তির জন্য আবেদনের নিয়মাবলী এই বিজ্ঞপ্তির ২ নং ক্রমিকে উল্লেখ করা হয়েছে।

আবেদন ফি পরিশোধের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০১৯ 

রাত ১১:৫৯ মিনিট এবং প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ: ১৮ 

সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৫৯ মিনিট


আবেদনের সময়ঃ

০৮-০৮-২০১৯ তারিখ সকাল ১০:০০ টা থেকে ০৭-০৯২০১৯ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখঃ

২২-০১-২০১১ থেকে ০৩-১০-২০১১ তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও সিটপ্লানসহ বিস্তারিত তথ্য ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

১. বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যােগ্যতাঃ

(ক) ২০১৬ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৮ ও ২০১৯ সালের | উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

 (খ) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মােট জিপিএ গণনা করা হবে।
(গ) জিসিই ২০১৪ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০১৮ অথবা
২০১১ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ০ লেভেল এবং A লেভেলের মােট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩ (তিন)টি
বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।

 (ঘ) প্রয়ােজনীয় যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

 (ঙ) উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্ণিত যােগ্যতা থাকতে হবেঃ

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20

ju admission 2019-20


২. ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলীঃ অনলাইন আবেদন তিনটি ধাপে সম্পন্ন করতে হবেঃ

 (i) ওয়েবসাইটে আবেদনকারীর প্রয়ােজনীয় তথ্য প্রদান করে যােগ্যতা যাচাইপূর্বক Bill Number সংগ্রহ করতে হবে।

(ii) DBBL, মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে Transaction ID (Tmid) সংগ্রহ | করতে হবে, অথবা ওয়েবসাইটে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত আবেদন ফি পরিশােধ করে
বিকাশের Transaction D (TrxID) সংগ্রহ করতে হবে।

 (iii) DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর ক্ষেত্রে Bill Number ও Transaction ID (Tmid) এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলােড মেন্যুতে লগ-ইন করার পর ছবি ও স্বাক্ষর আপলােড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিকাশের ক্ষেত্রে ফি প্রদান মেন্যুতে বিল নম্বর ও মােবাইল দিয়ে লগ-ইন করে বিকাশ সিলেক্ট করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পর ছবি ও স্বাক্ষর আপলােড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

(ক) আবেদনকারীর প্রয়ােজনীয় তথ্য প্রদান ও যােগ্যতা যাচাইঃ (যেমনঃ এসএসসি ও এইচএসসি’র পাশের সাল, বাের্ড, রােল নং, রেজিস্ট্রেশন নং, আবেদনকারীর মােবাইল নং এবং যে ইউনিটে আবেদন করবে তার নাম)।

সতর্কতাঃ একই মােবাইল নম্বর ব্যবহার করে একাধিক ইউনিটে আবেদন করা যাবে। তবে ওই মােবাইল নম্বর দিয়ে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবেনা। উল্লেখ্য যে, একই লকেট/বিকাশ একাউন্ট থেকে একাধিক আবেদন ফি পরিশােধ করা যাবে।
শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ju-admission.org ওয়েবসাইট অনলাইন আবেদন মেনুতে ক্লিক করতে হবে।

• অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে পরবর্তী ধাপ-এ ক্লিক করতে হবে। • প্রদত্ত তথ্য সঠিক হলে এবং আবেদন করতে ইচ্ছুক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী পূরণ
করলে পরবর্তী স্ক্রীনে কনফার্মেশনের জন্য তথ্যাবলী দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপ-এ ক্লিক করতে হবে। কনফার্মেশনের জন্য OK ক্লিক করতে হবে। তৎক্ষণাৎ স্ক্রীনে এবং আবেদনকারীর প্রদত্ত মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি Bill Number জানিয়ে দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে এবং কোন Biller ID-তে তা জমা দিতে হবে সেটিও জানানাে হবে। এই Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে, যা আবেদন
ফি পরিশােধ এবং প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার হবে। * ০ লেভেল এবং A লেভেল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ju-admission.org ওয়েবসাইটে অন্যান্য আবেদনকারী মেনুতে ক্লিক করে ০ Level A Level অপশনটি সিলেক্ট করতে হবে।
অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।

• তৎক্ষণাৎ স্ক্রীনে এবং আবেদনকারীর প্রদত্ত মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে প্রাথমিক আবেদন গৃহীত হয়েছে বলে অবহিত করা হবে। যাচাই-বাছাই শেষে আবেদনের স্ট্যাটাস SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিটে আবেদনের যােগ্য হলে মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি Bill Number জানিয়ে দেয়া হবে। এছাড়া ঐ ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে এবং কোন Biller ID-তে তা জমা দিতে হবে সেটিও জানানাে হবে। এই Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে, যা আবেদন ফি পরিশােধ এবং প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার হবে।

 • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ju-admission.org ওয়েবসাইটে অন্যান্য আবেদনকারী মেনুতে ক্লিক করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অপশনটি সিলেক্ট করতে হবে।
অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। তৎক্ষণাৎ স্ক্রীনে এবং আবেদনকারীর প্রদত্ত মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে প্রাথমিক আবেদন গৃহীত হয়েছে বলে অবহিত করা হবে। যাচাই-বাছাই শেষে আবেদনের স্ট্যাটাস SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া
সংশ্লিষ্ট ইউনিটে আবেদনের যােগ্য হলে মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি Bill Number জানিয়ে দেয়া হবে। এছাড়া ঐ ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে এবং কোন Biller ID-তে তা জমা দিতে হবে সেটিও জানানাে হবে। এই Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে, যা আবেদন ফি পরিশােধ এবং প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার হবে।

                                আবেদন করুন


(খ) রকেট/বিকাশ-এর মাধ্যমে আবেদন ফি প্রদানঃ বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য আবেদন ফি নিম্নরূপঃ

আবেদন ফি (সার্ভিস চার্জসহ):

A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা Ci, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা রকেট-এর মাধ্যমে টাকা জমাদান আবেদনকারীর নিজের ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্ট থেকে অথবা এজেন্টের রকেট একাউন্ট থেকে SMS-এ উল্লিখিত পরিমাণ টাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 343 নম্বর Biller ID-তে জমা দিতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন। ফি জমা দিতে হবে।

 DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিরূপঃ

i) ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মূল মেনুতে প্রবেশের জন্য *322# ডায়াল করতে হবে।

ii) Bill Pay নির্বাচন করতে হবে।

iii) অতঃপর নিজের পেমেন্ট হলে 1. self অথবা অন্য কারাে জন্য পেমেন্ট করলে 2. other | নির্বাচন করতে হবে। 2. other নির্বাচন করলে যার জন্য পেমেন্ট করা হচ্ছে তার মােবাইল
নম্বর দিতে হবে।

iv) তারপর ০. other নির্বাচন করতে হবে। এরপর Biller ID হিসেবে 343 টাইপ করতে হবে। v) SMS-এর মাধ্যমে প্রাপ্ত Bill Number টি টাইপ করতে হবে।

vi) Amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি টাইপ করতে হবে। vii) এবার DBBL মােবাইল ব্যাংকিং রকেট PIN টাইপ করতে হবে।

viii) পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে
একটি 'Transaction ID (Tmid) আসবে। ঐ Transaction ID এবং Bill Number টি সযত্নে
সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার হবে।

* একাধিক ইউনিটে আবেদন করতে হলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।

বিকাশ-এর মাধ্যমে টাকা জমাদান বিকাশ-এর মাধ্যমে টাকা জমাদানের জন্য আবেদনকারীর বিকাশ একাউন্ট থেকে SMS-এ উল্লিখিত পরিমাণ টাকা জাহাঙ্গীরনগর। বিশ্ববিদ্যালয়-এর ju-admission.org ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করবেন। তখন ওয়েবসাইটের উপর পেমেন্ট বিকাশ করার স্ক্রিন ভেসে উঠবে। স্ক্রিনে নাম, পেমেন্ট-এর পরিমাণ এবং ইনভয়েস নাম্বার থাকবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন ফি জমা দিতে হবে। বিকাশ-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপঃ

i) প্রথম স্ক্রিনে আপনার বিকাশ একাউন্টের নাম্বার দিন এবং শর্তাবলিতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যান।

ii) বিকাশ আপনার একাউন্ট নাম্বারে sms-এর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যান।

 iii) এরপর আপনার বিকাশ একাউন্টের পিন দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সফল হলে সাথে সাথেই আপনি
একটি কনফার্মেশন sms পাবেন।

(গ) প্রবেশপত্র (Admit Card) ডাউনলােডঃ প্রবেশপত্রের জন্য সদ্য তােলা এককপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলােবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলােবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।

 i) ju-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলােড মেনুতে ক্লিক করে সাব-মেনু থেকে সঠিক অপশনটি বাছাই
করতে হবে।

 ii) প্রদর্শিত স্ক্রীনে আবেদনকারীর Bill Number এবং রকেটের Transaction ID (Txnid) অথবা বিকাশের
Transaction ID (TrxID) ইনপুট করে Log In করতে হবে।

 ii) এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে। উল্লেখ্য যে, ভর্তি সম্পর্কিত যে কোনাে কাজে
একই রকম স্বাক্ষর ব্যবহার করতে হবে। অতঃপর Print বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহের সর্বশেষ সময় ১৮/০১/২০১৮ তারিখ রাত ১১:৫১ টা পর্যন্ত। * একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে। (ঘ) সিটপ্লান ও ফলাফলঃ
পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটপ্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফলাফল আবেদনকারীর মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া এসব তথ্য ju-admission.org থেকেও জানা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি কোনাে পরিবর্তন হলে দৈনিক সংবাদপত্র এবং ওয়েবসাইটের মাধ্যমে (www.ju
admission.org) জানানাে হবে।

(ঙ) ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবেঃ ১. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা
| হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।

২. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়ঃ

ক) G ইউনিট ব্যতীত অন্যান্য সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়
৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।

 খ) C1 ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী
সময়ে নেয়া হবে। ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর ৪০%।

গ) G ইউনিটে ৭৫ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR
পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে।

৩. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৩ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফলাফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার
ফলাফল ওয়েবসাইটে (ju-admission.org এবং ইউনিট অফিসের নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফলাফল প্রকাশ করা হবে না। ভর্তির সময় ছাত্র-ছাত্রীর মূল সনদপত্র, Academic Transcript, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, ছাত্র-ছাত্রীর আপলােড করা ছবি, স্বাক্ষর, হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে। সকল ইউনিটের জন্য লিখিত পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩%। শুধুমাত্র c ইউনিটের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ০৭ নম্বর পেতে হবে। OMR শিট (উত্তরপত্র)-এর নীচে নির্ধারিত স্থানে নির্দেশনা মােতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে। F ও G ইউনিটের বাংলা বিষয় ব্যতিত অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে হবে। তবে অন্যান্য ইউনিটে শুধু ইংরেজি ভার্সন এবং A লেভেল/o লেভেলের আবেদনকারীদের প্রশ্নপত্র ইংরেজিতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়ােজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রােল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে
অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে।

 চ, বিক্সি ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:

১. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ); 

 গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২, বাংলা ৩, ইংরেজি ৩ এবং বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) ৮ নম্বর ।

 ২. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ):


বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫ এবং বুদ্ধিমত্তা ১৫ নম্বর।

৩. ক) cইউনিট (কলা ও মানবিকী অনুষদ:

 নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত):বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর। 


খ) c1 ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ):বাংলা ১০, ইংরেজি ১০ এবং বিষয়ভিত্তিক ৬০ নম্বর। 


৪. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):বাংলা ও ইংরেজি ৮   , রসায়ন ২৪,    উদ্ভিদবিজ্ঞান ২২,   প্রাণিবিদ্যা ২২ এবং  বুদ্ধিমত্তা ৪ নম্বর। 


৫. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ); বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর (গণিত, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রশ্নপত্রের মাধ্যম হবে বাংলা)

 ৬. F ইউনিট (আইন অনুষদ): বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০ নম্বর। 

৭. G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ):বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical Aptitude ও IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১০ এবং মৌখিকপরীক্ষায় ৫ নম্বর। মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৪০% পেতে হবে। 

৮. H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি, আইআইটি):বাংলা ৫, ইংরেজি ১৫, গণিত ৪০ এবং পদার্থবিজ্ঞান ২০ নম্বর।

 ৯. I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); বাংলা ১৫, ইংরেজি ১৫, বিশ্বসাহিত্য ১০, সাধারণ জ্ঞান ১০, সংস্কৃতি ৫, নৃবিজ্ঞান ৫, প্রত্নতত্ত্ব ৫, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ওবাংলাদেশ ১০, ইতিহাস-ঐতিহ্য ৫। 

ভর্তির জন্য নির্বাচন পদ্ধতিঃ

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের (২)-এ বর্ণিত প্রাপ্ত নম্বর যােগ করে মােট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ (দশ) গুণ ছাত্র-ছাত্রীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। G ইউনিট এবং c1 ইউনিটের চুড়ান্ত মেধাক্রম মৌখিক/ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে 0 লেভেল এবং A লেভেল-এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে A গ্রেডের জন্য ৫, B গ্রেডের জন্য ৪, C গ্রেডের জন্য ৩.৫ এবং D গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। উল্লিখিত গ্রেডিং/পয়েন্ট ব্যতিত অন্য কোনাে গ্রেড/পয়েন্ট থাকলে তা আইআইটি'র গ্রেডিং সমতা নির্ধারণী কমিটি প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইট (ju-admission.org) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে। সাক্ষাৎকারের সময় হাতের লেখা এবং অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে।

Circular Download

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখঃ 


২২/০৯/২০১১ তারিখ থেকে ০৩/১০/২০১৮ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদপত্র এবং ওয়েবসাইট (ju-admission.org)-এ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে।

পরীক্ষার হলে প্রবেশপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন ছাড়া কোন প্রকার ক্যালকুলেটর, মােবাইল ফোন, ঘড়ি ও অন্য কোন সহায়ক ডিভাইস নিয়ে আসা যাবে না। এসব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সােপর্দ করা হবে। এখানে উল্লেখ্য যে, সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে। কোন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে এবং যে কোন পর্যায়ে তা ধরা পড়লে তার জন্য তাকে নিম্নোক্ত এক বা একাধিক শাস্তি প্রদান করা হবেঃ

১. কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানকে চিঠির মাধ্যমে অবহিত করা হবে।

 ২. পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ করা হবে।

৩, থানায় মামলা দায়ের করা হবে।

 ৪. সকল ইউনিটের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

৫. ভর্তির যেকোন পর্যায়ে অথবা ভর্তির পর তার ভর্তি বাতিল করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার যানবাহনের ব্যবস্থা করবে না। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বিভিন্ন কোটায় ভর্তির আবেদন ভর্তি পরীক্ষার পর গ্রহণ করা হবে। এ ব্যাপারে পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয় পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনুসন্ধান* (সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত):

 ১। বিল নম্বর ও ট্রানজেকশন আইডি সংক্রান্ত। |: | 01310426440, 01310426441, 01310426442

২। ছবি ও স্বাক্ষর সংক্রান্ত
: | 01310426443, 01310426444, 01310426445

৩। প্রবেশপত্র ও সিটপ্ল্যান সংক্রান্ত
|: | 01310426446

৪। অন্যান্য বিষয় ।
: | 01310426447

৫। ই-মেইল : support@ju-admission.org

*শুধুমাত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১১/০৮/২০১৯ থেকে ১৩/০৮/২০১৯ তারিখ পর্যন্ত টেলিফোনে অনুসন্ধান বন্ধ থাকবে। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া ও ই-মেইল অনুসন্ধান যথারীতি অব্যাহত থাকবে।


ju admission 2019-20 facebook page

ju admission 2019-20 facebook group




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages