Breaking

Wednesday, September 4, 2019

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ | SUST Admission 2019-20 | admission.sust.edu |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট স্নাতক (সম্মান/ইঞ্জি:)
 ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি নির্দেশিকা, শিক্ষাবর্ষ: ২০১৯-২০২০ Website: admission.sust.edu 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০


                 CIRCULAR DOWNLOAD



১. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০


২. আবেদনের সময়সীমা 


ভর্তি পরীক্ষার আবেদন ১২ সেপ্টেম্বর (সকাল ১০টা) ২০১৯ থেকে ০৬ অক্টোবর (রাত ১২টা) ২০১৯ তারিখ পর্যন্ত শুধুমাত্র admission.sust.edu সাইটের মাধ্যমে করা যাবে।

Click the image to apply

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

৩. আসন সংখ্যা: 


ভর্তি পরীক্ষা A এবং B দুটি আলাদা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। A এবং B ইউনিটে বিভক্ত প্রতি বিভাগে আসন সংখ্যা নিচে উল্লেখ করা হলাে:

৩.১ A ইউনিটভুক্ত বিভাগসমূহ এবং আসন সংখ্যা (বিজ্ঞান + মানবিক + বাণিজ্য): 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০


৩.২ B ইউনিটভুক্ত বিভাগসমূহ এবং আসন সংখ্যা (বিজ্ঞান);

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০



৩.৩ উপরে উল্লিখিত আসন ছাড়াও মুক্তিযােদ্ধার সন্তান (২৮ জন), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত (২৮ জন), প্রতিবন্ধী (১৪ জন), চা শ্রমিক (০৪ জন), পােষ্য। (২০ জন) এবং বিকেএসপি কোটায় (৬ জন) সর্বমােট ১০০ টি আসন সংরক্ষিত রয়েছে। ৩.৪ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযােগ পাবে। তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৪, ভর্তি পরীক্ষার জন্য যােগ্যতা: 

৪.১ ২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০১৬ অথবা ২০১৭ সালে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে ২০১৪ অথবা ২০১৫ সালে অনুষ্ঠিত এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় পাশ করেছে তারা A ও B উভয় ইউনিটেই এবং অন্যেরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে। A ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 6.5 থাকতে হবে। B ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 7.0 থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম GPA 3.5 (A লেভেলের ক্ষেত্রে B গ্রেড) থাকতে হবে। ৪.২ GCE এর ক্ষেত্রে আই.জি.সি.এস.ই (0 লেভেল) এ কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং আই.এ.এল (A লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। 

. বিষয়গত যােগ্যতা:

 একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম GPA 3.5 কিংবা A লেভেলে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। বিভাগ সংশ্লিষ্ট বিষয়। বিভাগ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

 ৬. ভর্তি পরীক্ষার ইউনিট, বিভাগসমূহ, পরীক্ষার বিষয়, সময়কাল এবং পরীক্ষার ফি : ছাত্র-ছাত্রীদের পছন্দের বিভাগগুলােতে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের সুবিধার্থে A ও B-ইউনিটের বিভাগসমূহকে নিম্নবর্ণিত সাব-ইউনিটসমূহে ভাগ করা হয়েছেঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০


৭. ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ও তথ্য প্রাপ্তি : এ সংক্রান্ত বিস্তারিত ম্যানুয়াল admission.sust.edu/applicationprocedure.pdf পেইজে পাওয়া যাবে। নিচে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হল:

৭.১ যদি কোন ছাত্র/ছাত্রী A ও B উভয় ইউনিটে পরীক্ষা দিতে চায় তবে তাকে উভয় ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলাে এমনভাবে সাজানাে হয়েছে যে, কোনাে ইউনিটের একটি সাব-ইউনিটে আবেদন করলে ঐ ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।

৭.২ আবেদন করার জন্য admission.sust.edu সাইটে গিয়ে এইচ.এস.সি এর পাশের সন, বাের্ড, রােল নম্বর এবং মােবাইল নম্বর (নিজের বা অভিভাবকের) দিয়ে sign up করলে প্রদত্ত মােবাইল নম্বরে User ID ও Password পাঠানাে হবে। অতঃপর প্রাপ্ত User ID ও Password দিয়ে উল্লিখিত সাইটে sign in করে এস.এস.সি এর রেজিস্ট্রেশন নম্বর, বাের্ড, রােল নম্বর, পাশের সন, ৩০০x৪০০ পিক্সেলের অনুর্ধ 100 KB এর scanned ছবি এবং ইউনিট ও কোটা সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে একটি Bill Number এবং প্রদেয় টাকার পরিমাণ জানিয়ে দেওয়া হবে। DBBL এর Rocket এর Bill Pay Service অথবা bKash এর Pay Bill Service ব্যবহার করে উক্ত Bill Number দিয়ে উল্লেখিত টাকা ট্রান্সফার করতে হবে। এক্ষেত্রে Rocket এর জন্য Biller ID হিসাবে 291 এবং bKash এর ক্ষেত্রে Education menu এর পর SUST ব্যবহার করতে হবে। bKash এ পেমেন্ট সম্পন্ন করার জন্য বিস্তারিত তথ্য admission.sust.edu/applicationprocedure.pdf পেইজে পাওয়া যাবে। পেমেন্ট সম্পন্ন হলে অনুর্ধ ২৪ ঘন্টার মধ্যে প্রার্থীকে প্রদত্ত মােবাইল নম্বরে ভর্তি পরীক্ষার Roll Number জানিয়ে দেয়া হবে। প্রার্থীগণ User ID এবং Password ব্যবহার করে admission.sust.edu তে সাইন-ইন করেও তার ভর্তি পরীক্ষার Roll Number সহ অন্যান্য তথ্যাদি দেখতে পারবে।

৭.৩ একাধিক ইউনিট এ পরীক্ষা দিতে হলে একই User ID ও Password ব্যবহার করে একই নিয়মে আবেদন করতে হবে। কোটায় আবেদনকারীগণ প্রতি ইউনিটের ক্ষেত্রে একটিমাত্র কোটা ব্যবহার করতে পারবে। Ethnic Minority Quota (EMQ) আবেদনকারীগণকে জাতিগােষ্ঠী সংক্রান্ত তথ্যও দিতে হবে।

৭.৪ Diploma in Engineering (DIE) এবং General Certificate of Education (GCE) এর আবেদনকারীগণকে admission.sust.edu সাইটে গিয়ে DIE এর রেজিস্ট্রেশন নম্বর/ A লেভেলের Candidate নম্বর, পাশের সন এবং মােবাইল নম্বর দিয়ে sign up করার পর সাইটের নির্দিষ্ট জায়গায় গিয়ে এস.এস.সি/ 0 লেভেল এর তথ্যসহ DIE/ A লেভেলের বিষয়ভিত্তিক গ্রেড দিতে হবে।

৭.৫ SSC ও HSC এর তথ্যাদি দেওয়ার সময় প্রার্থীদের কে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এক্ষেত্রে SSC এর GPA ও পাশের সন লিখতে ভুল হলে বা মিথ্যা তথ্য দিলে প্রার্থীর আবেদন/ভর্তি বাতিল হয়ে যাবে।

৭.৬ একবার আবেদন সম্পন্ন হয়ে গেলে (Bill Number পাওয়ার পর) ছবি এবং কোন একাডেমিক তথ্য পরিবর্তন করা যাবে না। তবে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবার পর কোন প্রার্থীকে ইউনিট বা সাব-ইউনিট পরিবর্তন করতে চাইলে অতিরিক্ত সম্পূরক ফি (প্রযােজ্য ক্ষেত্রে) এবং ২০০ টাকা ইউনিট-পরিবর্তন ফি দিতে হবে। উদাহরণ স্বরূপ, A বা B1 থেকে B2 তে পরিবর্তন করতে চাইলে (৯৫০-৮৫০)= ১০০+২০০= ৩০০ টাকা দিতে হবে।

 ৭.৭ প্রবেশপত্র প্রিন্ট admission.sust.edu সাইটে sign in করে প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র-ছাত্রীদেরকে ২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ অফসেট কাগজে রঙ্গিন প্রিন্ট নিতে হবে। | 17/10/2019 থেকে 24/10/2019 তারিখ 2:00 PM পর্যন্ত Website থেকে প্রবেশপত্র ডাউনলােড করা যাবে।

৭.৮ ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীগণকে প্রত্যেক ইউনিটের জন্য ০২ (দুই) কপি প্রবেশপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

 ৭.৯ তথ্য প্রাপ্তি: (ক) যে কোন মােবাইল ফোন থেকে SUST লিখে নিম্নলিখিত কী-ওয়ার্ডগুলাে 16242 নম্বরে SMS করে (চার্জ প্রযােজ্য) ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য জানা যাবে: i) DATE, FEES, REQDGPA, TOTALSEAT, KEYWORDS (এই কী-ওয়ার্ডগুলাের ক্ষেত্রে প্রযােজ্য একটি উদাহরণ: SUST<space>DATE) ii) FORGOTROLL, BILLINFO (এই কী-ওয়ার্ডগুলাের ক্ষেত্রে প্রযােজ্য একটি উদাহরণ: SUST<space>BILLINF0<space><User ID>) iii) FORGOTPASS, STATUS, SEATPLAN, RESULT (এই কী-ওয়ার্ডগুলাের ক্ষেত্রে প্রযােজ্য একটি উদাহরণ: SUST<space> RESULT<space><User ID / Admission Roll Number>). TG, Password fc CSIC SUST<space>FORGOTPASS<space><User ID / Admission Roll Number> লিখে SMS করতে হবে। সেক্ষেত্রে sign up এর সময় প্রার্থী প্রদত্ত মােবাইল নম্বরে User ID এবং Password পাঠানাে হবে। (খ) ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন বিষয়ে প্রশ্ন থাকলে 01555555002-4 হটলাইনে (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত) অথবা Website এর মাধ্যমে যােগাযােগ করা যাবে।

৮, আসন বিন্যাস: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.sust.edu) প্রকাশ করা হবে। এ ছাড়াও যেকোন মােবাইল ফোন ব্যবহার করে 16242 নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নেয়া যাবে। উদাহরণ: SUST<space>SEATPLAN<space><User IDT Admission Roll Number >

৯. প্রশ্নপত্র: প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে। তবে কোনাে পরীক্ষার্থী যদি ইংরেজিতে প্রশ্নপত্র পেতে চায় তাকে আবেদন পত্রের নির্দিষ্ট জায়গা পূরণ করতে হবে ।


১০, পরীক্ষা পদ্ধতি:


১০.১ ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। কালাে কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরমএ উত্তর করতে হবে। পরীক্ষার হলে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যতীত মােবাইল ফোনসহ যাবতীয় ইলেক্ট্রনিক্স ডিভাইস সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যালকুলেটরের মডেল admission.sust.edu/calculatormodels.pdf পেইজে পাওয়া যাবে।

১০.২ আবেদনে ইচ্ছুক বিদেশী নাগরিক কিংবা বিদেশে অধ্যয়ন করা দেশী নাগরিকদের ০৫ অক্টোবর, ২০১৯ তারিখের মধ্যে admission.sust.edu ওয়েবসাইটের মাধ্যমে প্রয়ােজনীয় কাগজ-পত্রের কপি মূল্যায়নের জন্য আপলােড করতে হবে। মূল্যায়নের পর তাদের সার্টিফিকেট ভর্তির যােগ্যতার মানদন্ডে সঠিক আছে কি-না তা জানানাে হবে। যােগ্যতা অর্জনকারী বিদেশে অধ্যয়ন করা দেশী ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিদেশী নাগরিকদের ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ৮০০ থাকতে হবে। আবেদনকৃতদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

১১. প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া :

১১.১ A ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা এবং B ইউনিটের Group-1 ও Group-2 এর জন্য ভিন্ন ভিন্ন মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার মােট নম্বরের মধ্যে ৭০% নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং অবশিষ্ট ৩০% নম্বর আসবে এস.এস.সি বা সমমান ও এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফল থেকে। মেধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য সব মিলিয়ে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। কোটার ক্ষেত্রেও একই শর্ত প্রযােজ্য।

১১.২ এস.এস.সি/ সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষার ফলাফল থেকে নম্বর প্রস্তুত করার জন্য নিয়মিতদের ক্ষেত্রে এস.এস.সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত গ্রেডকে ২ দিয়ে ও এইচ.এস.সি সমমান পরীক্ষায় প্রাপ্ত গ্রেডকে ৪ দিয়ে গুণ করে যােগ করা হবে। অনিয়মিতদের ক্ষেত্রে এস.এস.সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত গ্রেডকে ১.৮ দিয়ে ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত গ্রেডকে ৩.৬ দিয়ে গুণ করে যােগ করা হবে।

১১.৩ আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।

১১.৪ ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে। অর্থনীতি বিভাগে ভর্তি হতে হলে মানবিক এবং বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষায় সাধারণ গণিতে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে।

১১.৫ ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড এবং ওয়েবসাইটে (admission.sust.edu) প্রকাশ করা হবে। ছাত্র-ছাত্রীরা যে-কোন মােবাইল ব্যবহার করে 16242 নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবে।

 উদাহরণ:  SUST<space>STATUS<space> <User ID / Admission Roll Number>

 ১১.৬ একজন পরীক্ষার্থী মেধাতালিকা, বিষয়গত যােগ্যতা এবং পছন্দের ভিত্তিতে আসন থাকা সাপেক্ষে শুধু একটি বিভাগে ভর্তির সুযােগ পাবে।

 ১১.৭ ভর্তির সময় সদ্য তােলা ৪ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, এস.এস.সি. বা সমমান ও এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার মূল মার্কশিট, প্রশংসাপত্র ও ভর্তির জন্য প্রয়ােজনীয় টাকা। সঙ্গে আনতে হবে। প্রতিটি সনদপত্র ও মার্কশিটের ২টি ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং ভর্তি শেষে এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশিটটি জমা রাখা হবে। সংরক্ষিত আসনে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সংশিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

১১.৮ প্রতিবন্ধী কোটায় প্রতিবন্ধীদের ধরন ও মাত্রা বিবেচনা এবং ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/ জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় স্ব স্ব জাতিগােষ্ঠী থেকে মেধার ভিত্তিতে ১ (এক) জন করে বিভাগসমূহের সুযােগ-সুবিধা বিবেচনা করে যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোটায় নির্ধারিত আসন খালি থাকলে পুনরায় মেধার ভিত্তিতে ক্ষুদ্র নৃগােষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন দলিত কোটায় ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

১১.৯ ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাবে। ভর্তির পরে আবেদনপত্রে কোন ভুল। মিথ্যা তথ্য ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্রছাত্রীর ভর্তি বাতিল হবে ও মিথ্যা তথ্য প্রদানের বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভর্তির সময় কোন ছাত্র-ছাত্রী মাদকাসক্ত প্রমাণিত হলে তাকে ভর্তির সুযােগ প্রদান করা হবেনা।

 ১২. ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে।

like our fb page

join our fb group

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages