Breaking

Friday, October 25, 2019

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ | Rajshahi University Admission Test 2019-20 | RU ADMISSION 2019-20


via GIPHY

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি  ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি   (২০১৯-২০২০)

ru or Rajshahi university admission infographics


(ক)  ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। ০৩-০৯-২০১৯ (দুপুর ১২টা) থেকে ১২-০৯-২০১৯ তারিখ (রাত ১২টা) পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।

 (খ) প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচ.এস.সি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৩২,০০০ (বত্রিশ হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে। চূড়ান্ত আবেদনঃ ১৭-০৯-২০১৯ থেকে ৩০-০৯-২০১৯ তারিখ পর্যন্ত।

(গ) আবেদনকারীকে সংশিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০, ২১ ও ২২ অক্টোবর, ২০১৯ পৃথক পৃথকভাবেবিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ru unit based admission date and time


দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : 


(১) সকাল ৯টা থেকে সকাল ১০টা ৪৫মিনিট পর্যন্ত 


(২) দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত।




ru unit apply requirements


২। ভর্তির আবেদনের যােগ্যতা: 


(৫) ২০১৯ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ(প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বাের্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমােদন সাপেক্ষে ] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। [কেবল বিএফএ(প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযােগ্য হবে, তবে তাদের মার্কশিট/সাটিফিকেট থাকতে হবে।

মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ | ৩.০০ সহ মােট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৭.৫০ পেতে হবে।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ পেতে হবে। জিসিই 0 লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মােট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে।

0 লেভেল A লেভেল এবং | ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযােজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি। | প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে তার Application ID ও মােবাইল নম্বর উল্লেখসহ ৩০-০৯-২০১৯ তারিখের মধ্যে অবশ্যই ইমেইল (ru_admission@ru.ac.bd) -এর মাধ্যমে জানাতে হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যােগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যােগ্যতা তার ক্ষেত্রে প্রযােজ্য হবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ ৬০ নম্বর এবং SAQ (Short Answer Question) পরীক্ষার নম্বর ৪০। সময় মােট ১০৫ মিনিট। MCQ পরীক্ষার সময় হবে ৫০ মিনিট, ১৫ মিনিট MCQ উত্তরপত্র গ্রহণ, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ এবং অবশিষ্ট ৪০ মিনিট লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত। MCQ পরীক্ষার জন্য ৬০টি প্রশ্ন এবং SAQ পরীক্ষার জন্য ২০টি প্রশ্ন থাকবে।

MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।

MCQ ও SAQ পরীক্ষায় সম্মিলিতভাবে পাশ নম্বর ৪০। তবে A ইউনিটের নাট্যকলা/সঙ্গীত/চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র/মৃৎশিল্প ও ভাস্কর্যগ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ক্ষেত্রে পাশ নম্বর হবে ৩০ এবং C ইউনিটের শুধুমাত্র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে বিকেএসপি থেকে পাশকৃত শিক্ষার্থীদের পাশ নম্বর হবে ২৫। বিকেএসপি থেকে পাশকৃত শিক্ষার্থীদের আসন সংখ্যা হবে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের নির্ধারিত আসন সংখ্যার ২০%। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরােপিত শর্ত সংশ্লিষ্ট ইউনিট/ বিভাগ/ ইনস্টিটিউট এর ক্ষেত্রে প্রযােজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়ােজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশিত হবে।
পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন- মােবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমােরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে।


                               
ru apply

ru circular



ru units

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যােগ্যতা


রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ এ প্রাথমিক আবেদনের সর্বনিম্ন জিপিএ দেওয়া হল।

 A ইউনিট (মানবিক বিভাগ)


মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে।  আবেদনের যােগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ
বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মােট জিপিএ ৭.০০ থাকতে হবে।

B ইউনিট (বানিজ্য বিভাগ)।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে।  আবেদনের যােগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ
বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

C ইউনিট (বিজ্ঞান বিভাগ)

বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে।  আবেদনের যােগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ
বিষয়সহ) ন্যনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে।

জিসিই 0 লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মােট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে।


ru fb page

ru fb group

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages